হোগলা পাতা:
হোগলা পাতার সৃষ্টি কেউ না বলতে পারলেও এটা চাষ করে এই ইউনিয়নের শতকরা ৮০ জন কৃষক। হোগলা পাতার চাষ হয় বছরে এক বার। তাহা সংরক্ষণ হয় নভেম্বর মাসে। তাহার একটি অংশ জ্বালাণী হিসেবে ব্যবহৃত হয়। এবং আরেকটি অংশ ঘরের ছাল তৈরীতে ব্যবহৃত হয়। এবং ভাল অংশ দিয়ে বিছানা তৈরী হয়। বিছানা এই এলাকায় কুটির শিল্প নামে প্রচলিত। বাংলাদেশে যত বিছানা তৈরী হয়, এই এলাকায় তাহার ৭০ ভাগ বিছানা তৈরী হয়। ইহা দেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারতে ও রপ্তানী হয়। এই এলাকার ৮০ জন কৃষক বিছানা তৈরী করে জীবিকা নির্বাহ করে। বিছানা সাধারনত খাট, চৌকি এবং মসজিদে নামাজের জন্য ব্যবহৃত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস