কুমিল্লা বরুড়া উপজেলায় ডিজিটাল মেলা ২০১৪ইং আজ শুরু হয়েছে। তিন দিনের মেলার আজ প্রথম দিন। মেলাটি শুরু হয় আজ সকাল ৯টায় বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। মেলাটি শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নূসরাত সুলতানা। এবং বেলা ১১টায় উপজেলা অফিসার্স্ ক্লাব মিলনায়তনে ডিজিটাল মেলার এক সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূসরাত সুলতানা। সেমিনার উপস্থাপনা করেন সমর কুমার বসাক সহকারী কমিশনার ভূমি।এবং মেলাটিতে স্টলের সংখ্যা ১৪টি এবং ইউআইএসসি স্টলের সংখ্যা ২টি। মেলাটি ৩০শে এপ্রিল রোজ বুধবার বেলা ৫ঘটকা পযর্ন্ত চলবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS